নেত্রকোনার পূর্বধলায় ছাত্র-জনতার আন্দোলনে সশস্ত্র হামলা চালিয়ে আলোচনায় আসা আওয়ামী লীগের এক নেতা পেয়েছেন আহত হিসেবে সরকারি আর্থিক অনুদান। বিষয়টি জানা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জেলা প্রশাসকের কার্যালয় থেকে ১০ হাজার টাকার সরকারি চেক গ্রহণ করেন আব্দুর রাজ্জাক নামের স্থানীয় আওয়ামী লীগের ওই নেতা। তিনি জেলার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজারে ছাত্র-জনতার আন্দোলনে হামলা হয়। এ ঘটনায় আব্দুর রাজ্জাকের নেতৃত্বে কয়েকজন আন্দোলনকারীর বাসাতেও হামলা করা হয়। তবে ছাত্র-জনতার প্রতিরোধের মুখে আহত হন রাজ্জাক। পরে দেশের প্রেক্ষাপট পরিবর্তন হলে তিনি এলাকা ছেড়ে চলে যান।
Khodeza Begum
מחק תגובה
האם אתה בטוח שברצונך למחוק את התגובה הזו?