বাইকের পেছনে ছিল স্ত্রী আর সাত বছরের সন্তান।
আব্দুল্লাহপুর, কেরানীগঞ্জ টোল প্লাজায় টাকা দেওয়ার সময় সন্তান বাবার কাছে আবদার করে, ‘বাবা আমি টাকা দিবো।’
বাবা সন্তানের হাতে টাকা দেয়!
ঠিক তখনই পেছন থেকে ছুটে আসা দ্রুত গতির বাস সবকিছু স্তব্ধ করে দেয়।
কাকতালীয় ভাবে ঐ বাবা বেঁচে গেলেও, তার চোখের সামনে মারা যায় স্ত্রী আর সন্তান।
ভদ্রলোক ঘটনার বিবরণ দিতে গিয়ে থেমে থেমে বললেন,
‘আমি তাকিয়ে দেখি আমার সন্তানের মাথার উপর দিয়ে বাসের চাকা চলে গেছে। আমার সন্তানের চোখ বেরিয়ে এসেছে , আর আমার বিবিকে চাকার সাথে বিঁধে টেনে নিয়ে গেছে।’ 😢😢
- সংগৃহীত

Zihad Hossen
Slet kommentar
Er du sikker på, at du vil slette denne kommentar?
Khodeza Begum
Slet kommentar
Er du sikker på, at du vil slette denne kommentar?