আমাদের কাছে বিশ্বস্ত সুত্রে কিছু তথ্য এসেছে যার সত্যতা যাচাই বাছাই করার চেষ্টা আমরা করতেছি।
১. পহেলা জানুয়ারী বা এর আশেপাশে আরো কিছু উপদেষ্টা (সম্ভবত ৭ জন) যোগদান করবেন যাদের একজন ও ছাত্রদের মধ্যে থেকে না (প্রায় সব ই সাবেক আমলা ও ব্যাবসায়ীদের মধ্য থেকে শোনা যাচ্ছে)। যাদের নিয়ে এখন আলাপ চলতেছে কেউই জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করেন বলে জানা যায় না সাথে দুর্নীতির অভিযোগ ও আছে তাদের বিরুদ্ধে।
২. ড. ইউনুসের পছন্দে নিয়োগকৃত চুক্তিভিত্তিক সিনিয়র সচিবদের নির্দেশনা অধঃস্তন কর্মকর্তা মানছেন না, ইচ্ছেকৃত ইগনোর করা হচ্ছে।
৩. সচিবালয়ের অগ্নিকান্ডের পিছনে দেশের বাইরে থেকে বিশাল ফান্ডিং করা হয়েছে যেখানে খোদ সচিবালয়ের ই কর্মকর্তাদের একাংশের জড়িত থাকার কথা শোনা যাচ্ছে।
সর্বোপরি সরকার ও গণ অভ্যুথানের পক্ষগুলোকে ব্যার্থ করার আয়োজন করে তোড়জোড় চলছে।
আমরা পতিত ফ্যাসিস্ট ও তাদের দোসরদের সাবধান করে দিচ্ছি যে ভুলেও ভাববেন না যে আপনাদের ষড়যন্ত্র সম্পর্কে আমরা অবগত নই এমনকি আপনারা উপদেষ্টা হিসেবে যাদের নিয়োগ করার জন্য সরকারকে চাপের মধ্যে রাখছেন তাদের নাম ও সমস্ত ট্র্যাক-রেকর্ড আমরা জানি। সুতরাং সাবধান হয়ে যান, আমরা জুলাই বিপ্লবের পক্ষের শক্তিকে (মানে পুরো বাংলাদেশ) যদি আবার মাঠে নামতে বাধ্য করেন তাহলে আপনাদের রক্তখেকো মা দিল্লী থেকে কিন্তূ আপনাদের বাচাতে পারবে না, না আপনারা পারবেন পালায়ে দিল্লী যেতে।
-PUSAB
Md Jakariya
Удалить комментарий
Вы уверены, что хотите удалить этот комментарий?
Md Rohmotullah
Удалить комментарий
Вы уверены, что хотите удалить этот комментарий?
Khodeza Begum
Удалить комментарий
Вы уверены, что хотите удалить этот комментарий?