গত এক বছরে আফগানিস্তানের জিডিপি বৃদ্ধি পেয়েছে ২.৭ শতাংশ
গত তিন বছর ধরে ইসলামি আমিরাত আফগানিস্তানের উপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে আন্তর্জাতিক সম্প্রদায়। পাশাপাশি কোটি কোটি ডলারের সম্পত্তিও জব্দ করেছে যুক্তরাষ্ট্র ও বিশ্বব্যাংক। তা সত্ত্বেও আশ্চর্যভাবে দেশটির জিডিপি বৃদ্ধি পাচ্ছে।
অর্থ মন্ত্রণালয় বলছে, গত এক বছরে আফগানিস্তানের জিডিপি ২.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) আফগান ভয়েস এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য তুলে ধরেন দেশটির অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুর রহমান হাবিব।
তিনি জানান, আফগানিস্তানের জিডিপিতে সেবা খাতের অবদান সবচেয়ে বেশি। এই ক্ষেত্রে দেশটির অর্থনীতিতে ৪৬.৮ শতাংশ অবদান রাখছে সেবা খাত। এরপর রয়েছে দেশটির কৃষি খাত। কৃষি খাতের অবদান ৩৪.৩ শতাংশ। ১৩.৫ শতাংশ অবদান নিয়ে পরবর্তী স্থানে রয়েছে দেশটির শিল্পখাত।

Md Rohmotullah
حذف نظر
آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟
Khodeza Begum
حذف نظر
آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟