ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে ১ জন আটক
ফেনীর পরশুরামের সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে গিলবার্ট অ্যাপেহ নামে নাইজেরিয়ার এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পূর্ব নিজকালিকাপুর থেকে তাকে আটক করা হয়।
আটক গিলবার্টের পাসপোর্ট থেকে দেখা গেছে, গত ২২ মে নাইজেরিয়া থেকে বিমানে করে ভারতের নয়াদিল্লি এয়ারপোর্টে আসেন তিনি। পরে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছিলেন। বিজিবি জানিয়েছে, আটককালে তার কাছ থেকে বিভিন্ন প্রকার ওষুধ, ব্যবহৃত ঘড়ি, মোবাইল ফোন ও পোশাক জব্দ করা হয়।
ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করলে বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটক ব্যক্তিকে ফেনীর পরশুরাম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’
সূত্র: ইউএনবি

Khodeza Begum
Hapus Komentar
Apakah Anda yakin ingin menghapus komentar ini?
jakir Hosain
Hapus Komentar
Apakah Anda yakin ingin menghapus komentar ini?