ইবনে শাইখুল হাদীসের বক্তব্যের শরাহ করে দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবীর রিজভী!
ইবনে শাইখুল হাদীস জেল থেকে এসে তিনি যে অনেক বেশি পরিণত একজন রাজনীতিবিদ এবং সুক্ষ্মদর্শী জাতীয় নেতায় পরিণত হয়েছেন তা আবারো প্রমাণিত হলো।
তিনি দু’দিন আগে ‘খেলাফত মজলিস’ আয়োজিত দ্বাদশ অধিবেশন এর বক্তৃতায় একটি কথা বলেছিলেন, যা আমার মতো রাজনীতি অনভিজ্ঞ অনেকের কাছেই ধোঁয়াশা ছিল।
তিনি বলেছিলেন: “বিএনপি এবং জামাআতকে বিশেষভাবে বলতে চাই: আপনাদের দুই দলের যে কোন কারণে যদি এ ঐক্যের মধ্যে কোন ফাটল তৈরী হয়, জাতির কাছে আপনাদের জবাবদিহীতার কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে, জবাব নিয়ে ছাড়বো আমরা”।
গতকাল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, বিএনপির দুঃসময়ের কান্ডারী জনাব রুহুল কবীর রিজভী সাহেবের গতকালের ভাইরাল বক্তব্য ইবনে শাইখুল হাদীসের কথার বাস্তবতা ফুটিয়ে তুলে।
রিজভী সাহেব পরিস্কার শব্দে জামাআতকে উদ্দেশ্য করে “পায়ের রগকাটা পার্টি, ঘোলা পানিতে মাছ শিকারী, আপনারা একাত্তরের বিরোধীতা করেছেন, ৮৬ এর নির্বাচনে আওয়ামিলীগের সাথে আঁতাত করেছেন, ভারতের সাথে সম্পর্ক জোরদার করতে চান, আবার স্বৈরাচারকে ক্ষমা করে দেবার কথা বলেন, এছাড়া মুনাফিকীর রাজনীতি করেন” বলে জামাআত সম্পর্কে যে মন্তব্য করেছেন তা খুবই স্পর্শকাতর।
পরিস্কারভাবেই বুঝা যাচ্ছে এ দুইদল এখন মুখোমুখি অবস্থানে। এহেন অবস্থায় কওমী ঘরানার ইসলামী রাজনৈতিক দলগুলোকে কৌশলী অবস্থান ধরে রাখা জরুরী বলে মনে করি।
ইবনে শাইখুল হাদীসসহ হক্কানী উলামাগণের নেতৃত্বাধীন দলগুলোকে প্রজ্ঞাপূর্ণ নেতৃত্বে জাতির রাহবারী করার তৌফিক দান করুন। আমীন।
লুতফুর ফরাজী
Md Jakariya
댓글 삭제
이 댓글을 삭제하시겠습니까?
Zihad Hossen
댓글 삭제
이 댓글을 삭제하시겠습니까?