ইনি হলেন সিরিয়ার আলেপ্পো (হালাব) শহরের নবনিযুক্ত মুফতি। উনার নাম ড. ইবরাহীম শাশু। আকিদায় আছারি এবং ফিকহে হানাফি। আকিদার মাস'আলায় উনি কঠিনভাবে শাইখুল ইসলাম ইবনু তাইমিয়্যাহর বইপত্র অধ্যয়ন করেন এবং লোকদেরকে এসকল বই পড়ার উৎসাহ দিয়ে থাকেন। আকিদাহ বিষয়ক জ্ঞানলাভের জন্য কিছু বইয়ের নাম জানতে চাইলে উনি যেসকল বইয়ের সাজেশন দিয়েছেন :
১. আল ওয়াজিয (লেখক: আব্দুল্লাহ ইয়ুল সু, তুরস্ক)
২. তাসহিলুল আকিদাহ (লেখক: শাইখ ইবনু জিবরীন, সৌদি আরব)
৩. মাজমু'আতুল আকিদাহ (লেখক: শাইখ ডক্টর সুলাইমান আল আশকার)
৪. শারহুল আকিদাহ আত তহাবিয়্যাহ ( লেখক: শাইখ ইবনু আবিল ইয আল হানাফি)
৫. আকিদাতুল ওয়াসিতিয়্যাহ (লেখক: শাইখ ইবনু তাইমিয়্যাহ)
৬. আকিদাতুত তাদমুরিয়্যাহ (লেখক: শাইখ ইবনু তাইমিয়্যাহ)
সিরিয়ার বর্তমান প্রশাসনকে আল্লাহ তা'আলা সঠিক পথে পরিচালিত করুন৷
~আব্দুর রাফি জয়

Md Rohmotullah
Tanggalin ang Komento
Sigurado ka bang gusto mong tanggalin ang komentong ito?
Zihad Hossen
Tanggalin ang Komento
Sigurado ka bang gusto mong tanggalin ang komentong ito?