থাই গ্লাসে দিন-রাতের মারপ্যাঁচ :
এখন বাসার জানালা বা দরজায় সাধারণ কাচের বদলে থাই গ্লাস লাগানো হয়। এসব গ্লাসের একটি বিশেষত্ব হলো, দিনের বেলা সূর্যের আলোয় রিফলেকশনের কারণে বাইরে থেকে ভেতরের দৃশ্য দেখা যায় না। তবে রাতের বেলা বাইরে থেকে স্বচ্ছভাবেই ভেতরের দৃশ্য দেখা যায়। থাই গ্লাসের এই মারপ্যাঁচ অনেকেই বুঝতে পারেন না। ফলে তারা সন্ধ্যার পর জানালার গ্লাস টেনে দিয়েই ক্ষান্ত হয়ে যান। এদিকে বাইরে থেকে যে ভেতরের সবকিছুই স্পষ্ট দেখা যাচ্ছে, এটা তারা বুঝতে পারেন না। তাই থাই গ্লাস টেনে দিলেও তার ওপর পর্দা দিয়ে রাখতে হবে। যাতে রাতের বেলা বাইরে থেকে কিছুই দেখা না যায়। আবার অনেক সময় জানালার কাচে ঘরের দৃশ্য ফুটে ওঠে, যা অন্য বাসা থেকেও সুস্পষ্ট বোঝা যায়। এ জন্য উচিত হলো, জানালা খোলা থাকলেও পাতলা নেট জাতীয় পর্দা ঝুলিয়ে দেয়া, যাতে ঘরের দৃশ্য জানালায় ফুটে না ওঠে।
.
বই : পর্দা গাইডলাইন
লেখক : তানজীল আরেফীন আদনান
উমেদ প্রকাশ থেকে প্রকাশিত
[পৃষ্ঠা নং - ৭৭ থেকে]

Zihad Hossen
Xóa nhận xét
Bạn có chắc chắn muốn xóa nhận xét này không?