নিয়ন্ত্রণে আসেনি লস অ্যাঞ্জেলেসের দাবানল, বাড়িঘর ছেড়েছে লক্ষাধিক মানুষ
পাঁচ দিনেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের আগুন। কিছু কিছু স্থানের দাবানল নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এখনো আগুন জ্বলছে ছয় স্থানে। আগুন নিয়ন্ত্রণে বৃষ্টির অভাব আর ঝড়ো বাতাসই মূল বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
আগুন আতঙ্কে দিন কাটছে লস অ্যাঞ্জেলেসের বাসিন্দাদের। এ আতঙ্ক আরও বাড়িয়ে দিচ্ছে মোবাইলে আসা বাধ্যতামূলক নিরাপদ স্থানে সরে যেতে প্রস্তুত থাকার সতর্কবার্তা। গেলো পাঁচ দিনেও আগুন নিয়ন্ত্রণের তেমন কোন ভালো খবর মেলেনি। উল্টো নতুন করে আবারও ঝড়ো বাতাসের পূর্বাভাস শঙ্কায় ফেলেছে সবাইকে।
স্থানীয় সময় শনিবার (১১ জানুয়ারি) থেকে দিক পরিবর্তন করে আরও পূর্ব থেকে উত্তর–পূর্ব দিকে ধাবিত হচ্ছে দাবানল। এ কারণে ছয় এলাকায় জ্বলতে থাকা আগুন ছড়িয়ে পড়তে পারে নতুন এলাকায়। দাবানলে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে গেছে ১০ হাজারেরও বেশি অবকাঠামো।

jakir Hosain
Slet kommentar
Er du sikker på, at du vil slette denne kommentar?
Md Rohmotullah
Slet kommentar
Er du sikker på, at du vil slette denne kommentar?