কি ভয়ংকর!!! মেয়েটা সবে তৃতীয় শ্রেণীতে। তবে হঠাৎ বেড়ে ওঠায় আরেকটু বেশী বয়স মনে হতে পারে। মেয়েটা ওই তিন ছেলের একজনের সাথে ১৫/১৬ দিন যাবৎ রিলেশন করে। আজকে ক্লাস ফাঁকি দিয়ে দোকানে বই রেখে তাদের সাথে হাইটেকের রেললাইনে ঘুরতে গেছে। রেললাইনের পাশে বাগান থেকে তাদের ধরে আনে রেইলের লোক ও হাইটেকের আনসার সদস্যরা।
পরে তাদের জিজ্ঞেস করলে প্রথমে অস্বীকার করলেও পরে অকপটে স্বীকার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী তিন বন্ধু মিলে মেয়েটাকে গ্যাংরেপ সর্বনাশ করার জন্য নিয়ে গিয়েছিলো।
আপনার বোন, মেয়েকে ছোট বলে অবহেলা না করে সঠিক ভাবে নজরদারির মধ্যে রাখুন যেনো কোন খারাপ পথে না যেতে পারে
ছোট বেলা থেকেই মেয়েকে বেড টাচ সম্পর্কে শিখিয়ে দিন, ছোট থেকেই গাইরে মাহরাম পুরুষদের থেকে দূরে রাখুন।

Md Rohmotullah
Ellimina il commento
Sei sicuro di voler eliminare questo commento ?