দেশটা হলো আস্ত রুটি
যে যার মতো খাবলে খাবি।

ধরলে চেপে কেউ তোর টুটি
তারেও রুটির অংশ দিবি।

দেশটা ছিল আগে ওদের বাবার
এখন দেশটা তোদের বাবার ।

আমরা সবে হলাম ভরাটিয়া
বানের জলে আসছি ভাসিয়া।

imageimage