আল্লাহ তায়ালা বলেনঃ হে বিশ্বাসী বান্দারা তোমাদের পাপ হতে পারে, ভুল হতে পারে, অন্যায় হতে পারে। তোমরা ওই অন্যয়ের উপর অটল থেকোনা তোমরা ফিরে আসো, তওবা করো, ক্ষমা চাও ও সালাত আদায় করো। নিশ্চয় আল্লাহ অতি ক্ষামাশীল পরম দয়ালু।