🔴সৌদি কারাগারে ৭ বছর কাটানোর পর মুক্তি পেয়েছেন শাইখ মোহাম্মদ আল-খুদাইরি।
২০১৭ সালের সেপ্টেম্বরে বিন সালমানের নির্দেশে বহু শিক্ষাবিদ, আলেম, সাংবাদিক ও লেখককে লক্ষ্য করে চালানো অভিযানের সময় তাকে আটক করা হয়।
তার বিরুদ্ধে 'শাসকের অবাধ্যতা' এবং কাতারে শুক্রবারে জুমুআ'র খুতবা দেওয়ার অভিযোগ আনা হয়েছিল।

Mokhles Madani
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟