চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদি মিছিলে যোগ হলেন মাদরাসা শিক্ষার্থী মো. আরাফাত (১২)। নাজেরা শেষ করে তিন পারা কোরআন মুখস্থ করা আরাফাত উত্তরা জামিয়া রওজাতুল উলুম মাদরাসার ইবতেদায়ি আউয়ালের শিক্ষার্থী ছিলেন।
৫ আগস্ট উত্তরা আজমপুরে আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন। আধুনিক হাসপাতাল ও কুর্মিটোলায় ফেরত পাঠানোর পর সিএমএইচে ভর্তি করা হলেও তিন মাস চিকিৎসাধীন থেকে আজ ২২ ডিসেম্বর ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজীয়ুন।
ঘাতক বুলেট আরাফাতের বাম পাজর ভেদ করে মেরুদণ্ড ভেঙে ডান দিক দিয়ে বের হয়ে যায়, ফলে একটি কিডনি নষ্ট হয়। উন্নত চিকিৎসার জন্য ২৪ ডিসেম্বর বিদেশ নেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু তার আগেই শহীদ হন। আল্লাহ শহীদ আরাফাতকে জান্নাত নসিব করুন।
এই অভ্যুত্থানে মাদরাসা শিক্ষার্থীদের এমন ত্যাগ ও সাহসিকতা ইতিহাসের পাতায় নতুন অধ্যায়ের সৃষ্টি করেছে।
©টেলিগ্রাম
Zihad Hossen
حذف نظر
آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟