২০ থেকে ৩৭ বছর বয়সী ১১,৭০০ জন নারীকে উদ্ধার করা হয়েছে, যাদের কে ধর্ষণ করা হতো।😭
পৃথিবীর ইতিহাসে গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কারাগার সিদনায়া কারাগর।
দামেস্কের সিদনায়া কারাগার থেকে এ পর্যন্ত ২০ থেকে ৩৭ বছর বয়সী ১১,৭০০ জন নারীকে উদ্ধার করা হয়েছে!
তাদের শত শত সন্তান আছে, কিন্তু এগুলো ধর্ষণের কারণে হয়েছে! তারা জানে না এই সন্তানের পিতা কে!
এখন বুঝতেছেন আসাদের পতন কেন দরকার ছিল? আর সে কি ধরণের জালেম ছিল?
সিরিয়ার বোনরা কি আপনার বোন না? তাহলে সিরিয়ার জুলুমের সংবাদে আপনার রক্ত ক্ষরণ হয় না কেন? আপনি জিওপলিটিক্স বুঝে উল্টায়ে ফেলেন কিন্তু সিরিয়ার এই মুসলিমদের জন্য আপনার মায়া লাগে না।
আপনি মুনাফিক।

Md Rejwanul Islam Rumi
Izbriši komentar
Jeste li sigurni da želite izbrisati ovaj komentar?
Khodeza Begum
Izbriši komentar
Jeste li sigurni da želite izbrisati ovaj komentar?