ভয়াবহ একটি দৃশ্য
📌 হৃদয়বিদারক, ভয়াবহ একটি দৃশ্য -

ইসরাইলি বিমানবাহিনী মধ্য গাজার নোচেরাইতে শরণার্থী ক্যাম্পে বোমা হামলা করে । উদ্ধারকর্মী এবং এম্বুলেন্স বেশ কয়েকঘন্টা ঘটনাস্থলে পৌঁছতে পারেনি, ইরালাইলি সেনাদের বাঁধায়। পরে এম্বুলেন্সের গাড়ি যখন নিহতদের কাছে পৌঁছে তারা এই কঠিন দৃশ্যের মুখোমুখি হয়। যেখানে দেখা যায় ক্ষুধার্ত কুকুর, বিড়াল লাশের কাঁচা মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে!!!!

ইমাজিন এই দৃশ্য যদি ওয়াশিংটন, প্যারিস কিংবা নিউইয়র্কের হতো তাহলে প্রতিক্রিয়া কি ভিন্ন হতো না? তথাকথিত মিডিয়া আর মানবতাবাদীদেরও ভিন্নরূপে দেখা যেত। আফসোস মুসলিম উম্মাহের এমন অবস্থা যে, আমাদের লাশগুলো কুত্তা খাচ্ছে, তাও আমাদের ঈমান জাগ্রত হয়না। আমাদের হৃদয় কেমন জানি পাষাণ হয়ে গেছে এসব দেখতে দেখতে।

Collected from Facebook