বিয়ের দিনের স্মৃতি আজীবনের জন্য রাখতে চাই!
অনেকেই বিয়ের দিনের ফটোগ্রাফিকে খুব হালকাভাবে নেন। মনে করেন- ‘আরে একদিনই তো!’
যেই মেয়ে বাইরে বের হবার সময় সবসময় নিকাব পরতো, যাকে তার কলেজ-ভার্সিটির কোনো ছেলে কখনো দেখেনি, সেই মেয়েও দেখা যায় বিয়ের দিন হাসিমুখে ছবি তুলে।
বিয়েতে কনের ছবি তোলা হবে কিনা, কনেকে অন্য পুরুষরা দেখতে পারবে কিনা সেটা সাধারণত সেই মেয়েটির হাতে থাকে না। মেয়ের পরিবার এবং পাত্রকেই উদ্যোগ নিতে হয়।
পাত্র যদি এসব ক্ষেত্রে শক্ত অবস্থান নিতে না পারে, তাহলে পাত্রী যতোই ইচ্ছে থাকুক না কেনো, সম্ভব হয় না।
একজন পুরুষ হিসেবে আপনাকেই এই সিদ্ধান্ত নিতে হবে- আমার স্ত্রী যেদিন থেকে আমার স্ত্রী, সেদিন থেকে কোনো পরপুরুষ তাকে দেখতে পারবে না।
একজন ফটোগ্রাফার ছবি তুলতে গিয়ে যেভাবে আপনার স্ত্রীকে দেখবে, বিয়ের আগে কোনো পুরুষ সেভাবে সেই মেয়েকে দেখেনি!
সবসময় মনে রাখবেন, ফটোগ্রাফার একজন পুরুষ, আপনার যেমন পুরুষত্ব আছে, তারও আছে। তাকে স্রেফ ফটোগ্রাফার ভেবে ‘খোজা’ মনে করবেন না।
লেখা : সংগৃহীত
ফেসবুক থেকে

Md Rohmotullah
Ta bort kommentar
Är du säker på att du vill ta bort den här kommentaren?
Mokhles Madani
Ta bort kommentar
Är du säker på att du vill ta bort den här kommentaren?