বই আমাদের জীবনের সৌন্দর্য

Comentarios · 328 Puntos de vista

বই সম্পর্কে আলোচনা

বই সম্পর্কে 

বই আমাদের জীবনের জ্ঞান অর্জনের সবচেয়ে বড় হাতিয়ার। বই ছাড়া মানুষ সুশীল হতে পারে না। বই না পড়লে মানুষ থেকে যায় চির মর্খ। বইয়ের পাতা আমাদের জীবনে নিয়ে আসে সৌন্দর্য। তাই বই আমাদের জীবনের চির সঙ্গী হওয়া উচিত। 

কেমন বই নির্বাচন করা আবশ্যক 

আমাদের জীবনে প্রায় সব বই-ই উপকারী বহন করে৷ তবে শুরুতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবিদের জীবনী সম্পর্কে বই পড়া উচিত। এতে করে আমাদের জীবন আরও উজ্জ্বল হবে। আস্ত আস্ত আমাদের মনীষীদের আত্মজীবনী পড়তে হবে। তাহলে জীবন হবে সোনালী যুগের মত সোনার মতন সুন্দর। 

শেষকথা - আমাদের দৈনিক অল্প করে হলেও বই পড়তে হবে। বইয়ের পাতা থেকে শিক্ষা নিতে হবে, শিখতে হবে। তবেই আমাদের জীবন হবে উজ্জ্বল। আল্লাহ আমাদের তাওফিক দান করুন। 

Comentarios
Md Rejwanul Islam Rumi 18 w

আমীন