✨════✨এই পৃথিবীতে করা ভালো আমল গুলো, আপনার আখিরাতকে সাজিয়ে দিবে ।✨════✨

_অনুভূতি যেখানে শূন্য...
হাসিমুখ সেখানে নিস্তব্ধতার গল্প..!🖤🖤

যার ভাগ্যে যা আছে তাই হবে কমও না বেশিও না,,,,,,,,,,,,,,তবে মানুষ বাচে আশা নিয়ে

পৃথিবীর সর্ব উৎকৃষ্ট জায়গা হলো,,মসজিদ আলহামদু লিল্লাহ

ইসলাম ধর্ম আমাদের ন্যায়নীতি শিখায়, মানুষের বিপদে হাত বাড়িয়ে সাহায্য করা শিখায়আলহামদুলিল্লাহ আমি আমার ইসলাম ধর্ম নিয়ে গর্বিত।

আমার ধর্ম ইসলাম আমাকে শিখিয়েছে। সবাই আমাকে দূরে ঠেলে দিলেও,আমার রব কখনো আমাকে দূরে ঠেলে দেন না।

আমার ইসলাম ধর্ম আমাকে শিখেছে, ঐ কপাল কখনো খারাপ হতে পারে না,যে কপাল আল্লাহর সিজদা করে।

মানুষকে বার বার ডাকলে রাগ করে, আর আমার আমার সৃষ্টিকর্তাকেবার বার ডাকলে তিনি খুশি হোন। আলহামদুল্লিলাহ।

Alhamdulillah For Everything! মনের কথাগুলো আল্লাহ ছাড়া কার কাছে বলি না।কারণ তিনি ছাড়া এগুলো পূরনের ক্ষমতা কার নেই।

ইয়া আল্লাহ সবাইকে মৃত্যুর আগে একবার হলেও,বাইতুল্লাহ যেয়ারতের তাওফিক দান করুন! আমিন।