মানুষের সেরা গুণ হলো পরিবর্তনের সাহস। ইসলাম মানুষকে সর্বদা উন্নতির দিকে চলতে উৎসাহিত করে।

একটি ভালো পরিবর্তন কেবল তখনই সম্ভব যখন আমরা একে অপরের প্রতি সহানুভূতি ও দয়া প্রদর্শন করি।

“যে ব্যক্তি নিজেকে পরিবর্তন করতে চায়, সে নিজেকে বিশ্লেষণ করবে এবং নিজের খারাপ গুণগুলো থেকে মুক্তির চেষ্টা করবে।

তোমরা নিজেদের মধ্যে যেসব পরিবর্তন ঘটাতে চাও, প্রথমে তোমাদের হৃদয়ে এবং মননে সেই পরিবর্তন আনতে হবে। আল্লাহ বলেছেন, ‘আল্লাহ কোনো জাতির অবস্থাকে পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থাকে পরিবর্তন করে।

যে ব্যক্তি জান্নাতে সর্বোত্তম দরজা দিয়ে প্রবেশ করতে চায় তাকে অবশ্যই তার পিতা-মাতাকে খুশি করতে হবে।---

যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না।

তোমাদের মধ্যে তারাই উত্তম যার আচার-আচরণ ও চরিত্র উত্তম।-

তোমাদের মধ্যে সেই উত্তম যে তার জিহ্বা ও হাত দিয়ে অন্যের ক্ষতি করে না।

Md Abdul Basir ændrede sit profilbillede
20 i

image

Bangladesh Army

image