দয়া করো, কারণ আল্লাহ দয়ালুদের ভালোবাসেন।” (সূরা বাকারাহ, ২:১৯৫)

বিশ্লেষণ: এই উক্তি দান এবং দয়ার গুরুত্ব সম্পর্কে আমাদের শিক্ষা দেয়, যা ইসলামের অন্যতম মৌলিক নীতি।

কোনো কাজের উদ্দেশ্য যদি আল্লাহর সন্তুষ্টি হয়, তবে সে কাজ কবুল হয়ে যাবে।”

বিশ্লেষণ: ইসলামে ইখলাস বা নিয়তের বিশুদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সকল কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে।

নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।” (সূরা বাকারা, ২:১৫৩)

বিশ্লেষণ: ধৈর্য বা সবর হলো জীবনের পরীক্ষাগুলোতে সফলতার চাবিকাঠি। এই উক্তি আমাদের ধৈর্য ধারণের গুরুত্ব এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে উদ্বুদ্ধ করে।

ইজরায়েলের বোমা হামলার পরে বোমার একটি টুকরো গাজার এই শিশুর কপালে ঢুকে আছে।😭

image

আল্লাহ রাব্বুল আলামীন নিশ্চয়ই তাকে নিরবে নিভৃতে ডেকে যাওয়া বান্দাদের কখনোই হতাশ করবেন না।

বুদ্ধিমানরা যে কোন কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে থাকে , তারপরে সেই বিষয় সম্বন্ধে মন্তব্য করে , এবং নির্বোধ রা প্রথমেই মন্তব্য করে বসে , এবং তারপরে অন্তর দিয়ে অনুভব করে ।

পাপ লুকানোর চেষ্টা করে কোন দিন কেউ সফল হতে পারবে না , পাপের কথা স্বীকার করে যদি কেউ সেই পাপ ত্যাগ করার চেষ্টা করে , তাহলে তার জন্য সফলতা খুব সহজেই চলে আসবে ।

তোমরা তোমাদের কথা প্রকাশ্যে বলো আর গোপনেই বল না কেন , আল্লাহ রাব্বুল আলামীন তোমার অন্তরের সমস্ত বিষয়াদি সম্পর্কে সব সময় অবগত থাকেন ।

আল্লাহ রাব্বুল আলামীনের ভয়ে আপনি যে জিনিস ত্যাগ করবেন বা ছেড়ে দেবেন , আল্লাহ রাব্বুল আলামীন আপনাকে তার চেয়েও উত্তম কিছু অবশ্যই আপনাকে দান করবেন ।

মাতা পিতাকে কষ্ট দেবে না , মাতা পিতা যদি তোমাকে তাদের সন্তান-সন্ততি ও বিষয় সম্পদ থেকে বঞ্চিত করে দেয় তারপর ও ।