আফগা*নিস্তান কি আসলেই ফিলিস্তি*নের পক্ষে?
(১) ২০২৪ সালের অক্টোবর মাসে 'ট্রাকএকিউ' নামক ইংল্যান্ড ভিত্তিক সংস্থাটির রিপোর্টে বলা হয়েছে,
"হামা*স ও তালে*বানের গোয়েন্দা সংস্থা জেডিআই(GDI) ৭ অক্টোবর ২০২৩ সালের হাম*লার ছক কষে।"

(১) "হামা*স'কে তালে*বান অ*স্ত্র দিয়েছে, অ*স্ত্র কারবারির পেছনে তালে*বানের কেন্দ্রীয় নেতারা আছে।"-----জাতিসংঘ ও ইজ*রায়েলের বিবৃতি।

(২) এই তথ্য জাতিসংঘ ও ইজ*রায়েল ৭ অক্টোবর  হামা*স আক্রমণের ৩ মাস আগেই প্রকাশ করা হয়।

(৩) হামা*স যু*দ্ধের আগে ও পরে বার বার বলেছে তারা তা*লেবান'কে অনুসরণ করতেছে।

(৪) ইরা*নের এমপি স্বীকার করেছেন তা*লেবান, হামা*সকে ফি*দা*য়ী হাম*লার প্রশিক্ষণ দিচ্ছে।(২০২৪)

(৫) জাতিসংঘ, সিআইও ও ইংল্যান্ড ভিত্তিক কয়েকটি সংস্থার ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের রিপোর্ট অনুযায়ী আ*ফগানি*স্তানে ২৭টি ক্যাম্পে আল-কা*য়দার বিভিন্ন শাখার ও হা*মা*সের যো*দ্ধাদের প্রশিক্ষণ দিচ্ছে তালে*বান।

(৬) আফ*গানিস্তানের সাথে ফিলি*স্তিনের সীমান্ত নাই, তাই আফগা*নিস্তানের সে*নারা ফিলি*স্তিনে যেতে পারতেছেন না।
আফ*গানিস্তানের কোন সমুদ্র বন্দরও নাই, যারা ফলে সমুদ্র দিয়েও আফ*গানিস্তানের সে*নারা ফিলি*স্তিন যেতে পারবেন না।

মুহাম্মদ(সা.) এর একাধিক হাদিসের ভবিষ্যৎ বাণী অনুযায়ী খোরা*সান(বেশিরভাগ এলাকা আ*ফগা*নিস্তানে পড়েছে) থেকে একদল বের হয়ে জেরু*জালেম জয় করবে।
তাছাড়া গাজ*ওয়া*তুল হিন্দের(ভারতীয় উপমহাদেশের যু*দ্ধ) যু*দ্ধেও তাদের পাওয়া যাবে।

আফগানিস্তানের রাজনীতি সবার থেকে আলাদা।
তাদের কার্যক্রমের উপর নজর রাখেন।

কিছু কথা-: সমগ্র মুসলমানদের উপর ফ*র*জ জ*ঙ্গি ইজ*রা*য়েলের বিরু*দ্ধে জি*হা*দ করা। অথচ সেখানে নামধারী মুসলমান হামা*সের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে।

হায় হায়। পিরিত।

image

আপনারা ভালো কাজ করলে আপনাদেরও অবদান আছে।

image
madani7040 changed his profile cover
18 w

image
madani7040 changed his profile picture
18 w

image
madani7040 changed his profile picture
18 w

image

এখনো সংঘাত চলছে৷

image

আহ ! নবজাতক ছেলের মৃত্যুর খবর পান ৩ মাস পরে।
মাটির নিচের ২০টি রুম শুধু আলেমদের বন্দী রাখার জন্য।
আজকের "আমার দেশ"

image

এভাবেই দেশের অর্থ খাত সচল হচ্ছে।

image

সিরিয়ার দামেস্কের নিকটের Adra এরিয়ায় ইজ্রাইলি সন্ত্রাসীদের বোম্বিংয়ে অন্তত ৬জন নিহত হয়েছেন।

image