জাতি কি অন্ধ হয়ে গেলো। কিসের নেশায় ধরেছে তাদের। স্বৈরাচারের সেবক হয়ে যাচ্ছে

image

এমন দুঃসাহস দেখাচ্ছে কারা??
আমরা কি এখনো স্বাধীন হইনি?!

image
Md Jakariya Thay đổi ảnh đại diện của anh ấy
19 Trong

image

image

আলহামদুলিল্লাহ।

image

পুরনো বছরের বিদায় এবং নতুন বছরের পদধ্বনি: একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা

ইসলামে সময় একটি বিশেষ আমানত। প্রতিটি মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। বছর, মাস, দিন বা রাত—এসব আমাদের জীবনের ক্ষণিক অবস্থা মাত্র। এগুলো উদযাপনের জন্য নয়, বরং নিজেদের হিসাব গ্রহণের জন্য।

পবিত্র কোরআনে আল্লাহ বলেন:
"আমি দিন ও রাতকে একে অপরের অনুসারী করেছি, যেন উপদেশ গ্রহণকারী কৃতজ্ঞ হয়।" (সূরা ফুরকান: ৬২)

হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
"তুমি সন্ধ্যায় উপনীত হলে সকালের অপেক্ষা করো না, আর সকালে উপনীত হলে সন্ধ্যার অপেক্ষা করো না।" (সহীহ বুখারী: ৬৪১৬)

গুরুত্বপূর্ণ নির্দেশনা

১. পুরনো বছরের হিসাব

আমরা বিগত বছরে কী অর্জন করেছি এবং কী ভুল করেছি তা বিশ্লেষণ করি। গুনাহের জন্য তওবা করি এবং ভবিষ্যতে ভালো কাজের সংকল্প করি।

২. নতুন বছরের পরিকল্পনা

প্রতিটি দিন, সপ্তাহ, এবং মাসের জন্য সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করি, যা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করবে।

৩. সময় ব্যবস্থাপনা

সকাল-সন্ধ্যার গুরুত্ব বুঝে নামাজ, আমল ও ইবাদতের মাধ্যমে সময়কে সার্থক করি।

৪. বিবেকের জাগরণ

সময়কে উপভোগের নামে অপব্যবহার না করে নিজের আত্মশুদ্ধি, পরিবার ও সমাজের কল্যাণে কাজে লাগাই। আমাদের উদ্দেশ্য হওয়া উচিত জীবনকে আল্লাহর পথে নিবেদিত করা। এভাবেই আমরা সময় ও বছরের প্রকৃত মূল্যায়ন করতে পারি।

image

মধুপুর টু মিরপুর
নিরাপদ সফরের জন্য সকলের কাছে দুআ চাই

গাজা।
🔴 গণহত্যা! গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় একটি আবাসিক ভবনে যুদ্ধবিমান থেকে বোমা হামলা চালিয়ে অন্তত ১৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল।😭

ইজরায়েলের হার্জলিয়া শহরে এক ইহুদীকে মারাত্মকভাবে যখম করে পালিয়েছে বীর ফিলিস্তিন যুবক 🔥😍

মৃত্যুর আশংকা

image

গাজা?
যুদ্ধের মাঠে নিরীহ ফিলিস্তিনিদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে সন্ত্রাসী ইজরায়েল।