থাই গ্লাসে দিন-রাতের মারপ্যাঁচ :

এখন বাসার জানালা বা দরজায় সাধারণ কাচের বদলে থাই গ্লাস লাগানো হয়। এসব গ্লাসের একটি বিশেষত্ব হলো, দিনের বেলা সূর্যের আলোয় রিফলেকশনের কারণে বাইরে থেকে ভেতরের দৃশ্য দেখা যায় না। তবে রাতের বেলা বাইরে থেকে স্বচ্ছভাবেই ভেতরের দৃশ্য দেখা যায়। থাই গ্লাসের এই মারপ্যাঁচ অনেকেই বুঝতে পারেন না। ফলে তারা সন্ধ্যার পর জানালার গ্লাস টেনে দিয়েই ক্ষান্ত হয়ে যান। এদিকে বাইরে থেকে যে ভেতরের সবকিছুই স্পষ্ট দেখা যাচ্ছে, এটা তারা বুঝতে পারেন না। তাই থাই গ্লাস টেনে দিলেও তার ওপর পর্দা দিয়ে রাখতে হবে। যাতে রাতের বেলা বাইরে থেকে কিছুই দেখা না যায়। আবার অনেক সময় জানালার কাচে ঘরের দৃশ্য ফুটে ওঠে, যা অন্য বাসা থেকেও সুস্পষ্ট বোঝা যায়। এ জন্য উচিত হলো, জানালা খোলা থাকলেও পাতলা নেট জাতীয় পর্দা ঝুলিয়ে দেয়া, যাতে ঘরের দৃশ্য জানালায় ফুটে না ওঠে।
.
বই : পর্দা গাইডলাইন
লেখক : তানজীল আরেফীন আদনান
উমেদ প্রকাশ থেকে প্রকাশিত
[পৃষ্ঠা নং - ৭৭ থেকে]

image

হাইয়াত তাহরীর আশ শাম এর "আমর বিল-মারুফ ওয়া নাহি আনিল-মুনকার" বিভাগের মহিলা সদস্যদের দামেস্কের পার্ক এবং অন্যান্য পাবলিক এলাকায় মুসলিম মহিলাদের হিজাব-নিকাব পরার দাওয়াহ দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে কিছু বোন অন্য বোনদের দাওয়াহ দিচ্ছেন।

.
শরীয়াহ সুন্দর, শরীয়াহ চমৎকার!

image
Md Johirul Islam changed his profile picture
17 w

image

নির্মমতা
যাত্রাবাড়ীতে অন্ধের মতো গুলি চালায় পুলিশ, মুহূর্তেই জমে লাশের স্তূপ! 🥲 (02-08-2024)

পাকিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, ১২ শ্রমিক আটকা

পাকিস্তানের বেলুচিস্তানের সানজদি এলাকায় মিথেন গ্যাসের বিস্ফোরণে একটি কয়লা খনি ধসে পড়েছে। এতে ১২ জন শ্রমিক আটকা পড়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

খনি থেকে শ্রমিকদের জীবিত উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। বেলুচিস্তানের প্রধান খনি কর্মকর্তা আবদুল গনি বালুচ জানিয়েছেন, সব প্রচেষ্টা শ্রমিকদের উদ্ধারের কাজে নিয়োজিত করা হয়েছে।

বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহীদ রিন্দ জানিয়েছেন, ঘটনাস্থলে উদ্ধারকারী দল উপস্থিত রয়েছে এবং আরও দল পাঠানো হয়েছে.

image

আসামিকে ধরার অভিযান নন বাংলাদেশী পুলিশদের।

এটা তাদের কাছে ব্ল্যাক ডায়মন্ড। উপার্জন করার জন্য কত কষ্ট করে যাচ্ছে তারা। আর আমরা কি করছি!

একজন পিতা তার সন্তানের জন্য বটগাছ। মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে পরিবারের মুখে হাঁসি ফুটিয়ে থাকেন।

দেশী ইঞ্জিন স্টার্ট দেয়া হচ্ছে, এটা মনে হয় পাকিস্তানে। কি মেশিন এটা? জানেন কেউ!

Md Test Man created a donation request
17 w
Picture

Md Test Man changed his profile picture
17 w

image