দীর্ঘ ৫ টা মাস ধরে ঢামেকের হিমাগারে পড়ে ছিলো হ'তভাগা এই ৬ শ'হিদের লা*শ। আজকে হাসান ইনাম ভাইরা তাদের সন্ধান বের করলো। অভ্যুত্থান হয়ে গিয়ে নতুন সরকারও গঠন হয়ে গেলো আজ ৫ মাস, অথচ এখন পর্যন্ত আহত-নিহতদের কোনো সুরাহা হইলো না! আ হ তরা চিকিৎসা বঞ্চিত, আর শ'হিদদের পরিবার বিচার বঞ্চিত! ধন্যবাদ ভাই।

image

আমেরিকা সভ্যদের দ্যাশ। সুশীল আর সেকুরা আমাদেরকে এই গল্পই শুনিয়ে আসছে।

image

আফগান লুট করেছিলি। এবার ঠিক আছে।

image

হলিউড খ্যাত আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যের লস এঞ্জেল শহরের হলিউড স্টুডিও এর খুব কাছের পাহাড়ি অংশে আগুন লেগেছে দাবানল এর কারণে। ইতিমধ্যে কয়েক হাজার বাড়ি ঘর পুরে ছাই হয়ে গেছে। আগুন খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়তেছে। আকাশ থেকে তোলা আগুন ও ধ্বংসের ছবি দেখলে ভয়ে শরীরে লোম খাড়া হয়ে যাওয়ার অবস্থা।

নিচে ৩ টি দিলাম আগুনের ভয়াবহতা বুঝানোর জন্য। কি পরিমাণ বাড়ি ঘর আগুনে পুড়ে গেছে তা বুঝা যাচ্ছে শেষের ২ টি ছবিতে। ১ নম্বর ছবিতে দেখা যাচ্ছে লস এঞ্জেল শহরের রাস্তায় যানজটে পড়া গাড়ির দীর্ঘ সারি। ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বাধ্যতামূলক নির্দেশ জারি করেছেন ঘড়-বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য। মানুষজন প্রাণ বাঁচাতে এক কাপড়ে বেড়িয়ে পরেছেন নিরাপদ আশ্রয়ের জন্য।

#californiawildfire #losangelescalifornia #wildlife #emergencyevacuation #california

@Collected

image
image
image
Md Rumi Khan changed his profile picture
17 w

image

আমরা পাশ্চাত্য থেকে মানবতার সবক গ্রহণ করি। কেনো, আমাদের কুরআনে কি মানবতার শিক্ষা নেই?

image

মেয়েটি একই সাথে তিন দেশে অবস্থান করছে। তার দু হাত নেদারল্যান্ডসে, ডান পা জার্মানিতে, এবং বাম পা বেলজিয়ামে।

image

মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য বীর উত্তম উপাধি পাওয়া মেজর ডালিমের নিজ মুখে বলা মুক্তিযুদ্ধের ইতিহাসের ক্রিটিক করছে মুক্তিযুদ্ধকে পুঁজি করে ব্যবসা করা নব্য চেতনাবাজরা!

এভাবেই তো এতদিন মুক্তিযুদ্ধ না করেও জাফর ইকবাল আর শাহরিয়ার কবির ওরফে চিকেন কবিররাই মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতো। এখন যখন আসল রণাঙ্গণের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এসে আসল তথ্য ফাঁস করে দিল তখন তাদের আর সহ্য হচ্ছেনা!

মেজর ডালিম এর বদৌলতে যে ইতিহাসগুলো জাতির সামনে উন্মোচিত হলো:

১. প্রবাসী সরকার গঠনের সময় ইন্ডিয়ার দেয়া পরাধীনতামূলক ৭টা ক্লস সাইন করে নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে যায়।
২. ভারতীয় নাগরিক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানকে জাতীয় সংগীত হিসেবে চাপিয়ে দেয়া হয়েছে।
৩. মুজিব নিজে স্বয়ং ধরা দিয়ে পাকিস্তানি আর্মির কাছে ফ্যামিলির দায়িত্বভার দিয়েছিল।
৪. মুজিবকে মারা হয় নাই। একটা সেনা অভ্যুত্থানে নিহত হয়েছে।
৫. কোরআন শপথ করে জিয়াউর রহমান সেনা পরিষদের (আগস্ট বিপ্লবীদের) সাথে থাকার ওয়াদা করেন। তিনি ক্ষমতা সুসংহত করতে ৪০০০ লোককে মৃত্যুদণ্ড দিয়েছিলেন।
৬. জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, ও নিজেকে অস্থায়ী সরকারের প্রধান হিসেবে ঘোষণা করেছিলেন কিন্তু পরে ভারতের চাপে বলেন, "শেখ মুজিব এর পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা দিলাম।"
৭. মুজিবকে ক্ষমতাচ্যুত করায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানও জড়িত ছিল।
৮. একজন মুসলিম হিসেবে মেজর ডালিম কাউকে জাতির পিতা মানেন না।
৯. মুজিব কখনও বাংলাদেশের স্বাধীনতা চায়নি।
১০. সদ্য স্বাধীন বাংলাদেশ থেকে ইন্ডিয়ান সেনাবাহিনী সরানোতে ভূমিকা ছিল পাকিস্তানের। কারণ ইন্ডিয়ান সেনাবাহিনী বাংলাদেশে থাকলে বিদেশ থেকে স্বীকৃতি আসছিল না।
১১. ডারত তৎকালীন ১৬ হাজার কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়েছিল যার পারমিশন দিয়েছিল মুজিব সরকার।
১২. জহির রায়হান আওয়ামী লীগ এর অপকীর্তি আর ডারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ডকুমেন্টারি বানাচ্ছিলেন। এজন্য তাকে হত্যা করা হয়।
১৩. মুক্তিযুদ্ধে সর্বমোট শহিদের সংখ্যা ৩০ লক্ষ নয়, ৩ লক্ষ।
১৪. মুক্তিযুদ্ধে ধর্ষণের শিকার নারীদের সংখ্যা ২ লক্ষ নয় বরং আরো অনেক কম। মেজর ডালিম মাত্র ২ জনকে পেয়েছিলেন।
১৫. ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করেছিলো ভারতীয় বাহিনী।
১৬.সিরাজ সিকদারকে পরিকল্পনা করে হত্যা করে মুজিব।

-কার্টেসি: Shaikh Noor E Alam

image

মৃত্যুর কাফন
তাঁর প্রতিটা কথা গুরুত্বপূর্ণ

বাবারা তো বাবা-ই হয়
বাবারা তো বাবা-ই হয়,
আর মায়ের ব্যাপারে ত বলতে মানা।
মায়ের ব্যাপারে লিখতে তুমার,
আছে কি কবি সাহেব, যথেষ্ট শব্দ জানা?

ল্যাংরা হোক,
বোবা হোক, হোকনা আরও কানা।
হেসে খেলে গাওয়া যত উপশমের গান,
সব মা বাবাদের আছে জানা।

সংগৃহীত