Entdecken BeiträgeEntdecken Sie fesselnde Inhalte und vielfältige Perspektiven auf unserer Discover-Seite. Entdecken Sie neue Ideen und führen Sie bedeutungsvolle Gespräche
সিরিয়ার নতুন বিপ্লবী অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভা:
অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি: আহমেদ হুসেইন আল-শারা
প্রধানমন্ত্রী: মোহাম্মদ আল-বাশির
পররাষ্ট্রমন্ত্রী: আসাদ হাসান আল-শাইবানী
প্রতিরক্ষামন্ত্রী: মারহাফ আবু কাসরা
স্বরাষ্ট্র মন্ত্রী: মোহাম্মদ আব্দুল রহমান
প্রদত্ত ছবিতে বাকিদের নাম ও পদবি সহ বিস্তারিত তুলে ধরা হয়েছে।
সূত্র : সরোয়ার আলম
রহিমাহুল্লাহ?
"রুহুর রুহ" আবু জিয়া খালেদ নাবহান রহিমাহুল্লাহ শহিদ।
কে তাকে না চিনে? নিজ নাতনীকে বিদায় দেয়ার হৃদয়বিদারক সেই দৃশ্য আজও বিশ্ববাসীর চোখের সামনে ভাসমান। আজ তিনি তার নাতনীর সাথে মিলিত হলেন। অন্যায়ের এই পৃথিবীকে বিদায় জানালেন। হাসিমুখে আমদের মতো কাপুরুষদের বলে গেলেন-
"ভালো থেকো তোমরা। আমি আমার রবের সান্নিধ্যকেই প্রাধান্য দিলাম।"
সিরিয়ার রাষ্ট্র নায়ক জুলানী
"বিবিসিকে" দেয়া জুলানীর সাক্ষাৎকারের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরা হলো:
১. নিষেধাজ্ঞা বিষয়ে মতামত:
❝আমরা যুদ্ধবিধ্বস্ত একটি দেশ। আমরা প্রতিবেশী কিংবা পশ্চিমাদের জন্য হুমকির কারণ হব না।
এত কিছুর পরে পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত। কারণ তাদের নিষেধাজ্ঞা ছিল পূর্বের সরকারের বিরুদ্ধে। নির্যাতিতদের সাথে অভিন্ন আচরণ অনুচিত।❞
২. তাহরিরুশ শামের ব্যাপারে মতামত:
❝আমরা কোনও সন্ত্রাসী গোষ্ঠী নই। আমরা কোনও বেসামরিক লোক কিংবা তাদের স্থাপনায় হাম.লা করিনি। আমরা বিগত সরকারের হত্যাযজ্ঞের শিকার।❞
৩. সিরিয়া আবঘানিস্টানে রূপান্তর হওয়া সম্পর্কে:
❝সিরিয়ার সাথে আফগানিস্তানের অনেক পার্থক্য আছে। আমাদের শাসনপদ্ধতি ভিন্ন। আফগানিস্তান হচ্ছে উপজাতীয় সমাজ। সিরিয়া সম্পূর্ণ ভিন্ন। দুই দেশের মানুষ একভাবে চিন্তা করে না। সিরিয়ার সরকার এবং শাসনপদ্ধতি নির্ধারিত হবে সিরিয়ার ইতিহাস এবং সংস্কৃতি অনুযায়ী।❞
৪. নারী শিক্ষা সম্পর্কে:
❝ইদলিবে আমাদের অধীনে ৮ বছরেরও বেশি সময় ধরে নারী শিক্ষা চলমান রয়েছে। আমার ধারণা এই মুহূর্তে নারী শিক্ষার হার ৬০% ছাড়িয়েছে।❞
Khodeza Begum
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?