আলহামদুলিল্লাহ।
তালাল মাখলুফ, সিরিয়ায় গণহত্যা চালানো অন্যতম জানোয়ার। বাশারের বউর ভাগ্নে। বাশারেরও ঘনিষ্ঠ বন্ধু। বিপ্লবীদের হাতে আটক।

আলহামদুলিল্লাহ।

গাজায় হামলা।
আবারও গাজায় বর্বরতা চালিয়েছে ইজরায়েল।
বুকটা কেঁপে উঠে। নিজেকে স্থির রাখা যায় না।😭

সিরিয়ার নতুন বিপ্লবী অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভা:

অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি: আহমেদ হুসেইন আল-শারা

প্রধানমন্ত্রী: মোহাম্মদ আল-বাশির

পররাষ্ট্রমন্ত্রী: আসাদ হাসান আল-শাইবানী

প্রতিরক্ষামন্ত্রী: মারহাফ আবু কাসরা

স্বরাষ্ট্র মন্ত্রী: মোহাম্মদ আব্দুল রহমান

প্রদত্ত ছবিতে বাকিদের নাম ও পদবি সহ বিস্তারিত তুলে ধরা হয়েছে।

সূত্র : সরোয়ার আলম

image

আক্রমণ।
সিরিয়াতে ইজরায়েলের বিমান হামলার দৃশ্য
সিরিয়া বিজয়ের পর এভাবেই আক্রমণ করে যাচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় জালিম। ইসরায়েল।

সরাসরি যুদ্ধের ভিডিও।
জেনিনে মাহমুদ আব্বাসের পালিত সেনাদের সাথে জেনিনের বিপ্লবীদের লড়াই। জনতা বিপ্লবীদের সাথে।

রহিমাহুল্লাহ?
"রুহুর রুহ" আবু জিয়া খালেদ নাবহান রহিমাহুল্লাহ শহিদ।

কে তাকে না চিনে? নিজ নাতনীকে বিদায় দেয়ার হৃদয়বিদারক সেই দৃশ্য আজও বিশ্ববাসীর চোখের সামনে ভাসমান। আজ তিনি তার নাতনীর সাথে মিলিত হলেন। অন্যায়ের এই পৃথিবীকে বিদায় জানালেন। হাসিমুখে আমদের মতো কাপুরুষদের বলে গেলেন-
"ভালো থেকো তোমরা। আমি আমার রবের সান্নিধ্যকেই প্রাধান্য দিলাম।"

প্রতিবাদ ?
সিরিয়ার কুখ্যাত সীদনা কারাগার পরিদর্শনে আসলে জাতিসংঘের প্রতিনিধিকে জুতা দেখিয়ে এক সিরিয়ান নারী বলেন:
"সব শেষ হওয়ার আপনি এসেছেন? আমরা আপনাকে এখানে দেখতে চাই না।"

সিরিয়ার রাষ্ট্র নায়ক জুলানী
"বিবিসিকে" দেয়া জুলানীর সাক্ষাৎকারের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরা হলো:

১. নিষেধাজ্ঞা বিষয়ে মতামত:
❝আমরা যুদ্ধবিধ্বস্ত একটি দেশ। আমরা প্রতিবেশী কিংবা পশ্চিমাদের জন্য হুমকির কারণ হব না।
এত কিছুর পরে পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত। কারণ তাদের নিষেধাজ্ঞা ছিল পূর্বের সরকারের বিরুদ্ধে। নির্যাতিতদের সাথে অভিন্ন আচরণ অনুচিত।❞

২. তাহরিরুশ শামের ব্যাপারে মতামত:
❝আমরা কোনও সন্ত্রাসী গোষ্ঠী নই। আমরা কোনও বেসামরিক লোক কিংবা তাদের স্থাপনায় হাম.লা করিনি। আমরা বিগত সরকারের হত্যাযজ্ঞের শিকার।❞

৩. সিরিয়া আবঘানিস্টানে রূপান্তর হওয়া সম্পর্কে:
❝সিরিয়ার সাথে আফগানিস্তানের অনেক পার্থক্য আছে। আমাদের শাসনপদ্ধতি ভিন্ন। আফগানিস্তান হচ্ছে উপজাতীয় সমাজ। সিরিয়া সম্পূর্ণ ভিন্ন। দুই দেশের মানুষ একভাবে চিন্তা করে না। সিরিয়ার সরকার এবং শাসনপদ্ধতি নির্ধারিত হবে সিরিয়ার ইতিহাস এবং সংস্কৃতি অনুযায়ী।❞

৪. নারী শিক্ষা সম্পর্কে:
❝ইদলিবে আমাদের অধীনে ৮ বছরেরও বেশি সময় ধরে নারী শিক্ষা চলমান রয়েছে। আমার ধারণা এই মুহূর্তে নারী শিক্ষার হার ৬০% ছাড়িয়েছে।❞

পাকিস্তানের সাথে সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে।
আফসোস লীগের আফসোসও বেড়ে যাচ্ছে।

image

ইজরায়েলকে সকল অস্ত্র এবং গোলাবারুদের অবস্থানের তথ্য দিয়েছে বাশার আল আসাদ।

কুকুরটায় পালিয়েও শান্তি দিচ্ছে না।

image