আহ গাজা।
🔴 গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়ায় নিজ বাড়িতে ইসরাইলি হামলায় গুরুত্বর আহত হয়েছেন এই ফিলিস্তিনি শিশু। ব্যথায় কাতর হয়ে শিশুটি এক প্রকার অনুভূতিহীন হয়ে পড়েছে

চোখ অশ্রুসিক্ত হতে বাধ্য।
ইসরাইলের এ যুদ্ধ শিশুদের বিরুদ্ধে।
দেখো মুসলমান, তোমার হৃদয় কি তবু গলবে না?!

আল্লাহর ঘরের বিরুদ্ধে শত্রুতা।
ভারতে আজান দেয়ার অপরাধে মুয়াজ্জিন গ্রেফতার,
গভীর বিষাদে ভেঙে পড়ছে মিনার!
এই তো বাস্তবতা।

তবে আমরা এই বাস্তবতাকে বদলে দেবো,
মসজিদ ভেঙে মন্দির গড়ার বদলা নেবো,
সবগুলো ভাঙা মিনার পুনরায় গড়বো আরো উঁচু করে।
বিইযনিল্লাহ।

হায় মানবতার মানবাধিকার।
বিশ্বের কথিত মানবতা কতটা নিষ্ঠুর😭

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের শরনার্থী ও প্রত্যাবাসন দফতরের মন্ত্রী মোল্লা খলিলুর রহমান হাক্কানী নিজ দফতরে এক বোমা বিস্ফোরণে শহীদ হয়েছেন।

আই এস খোরাসান প্রোভিন্স হামলার দায় স্বীকার করেছে।

ছবি: ইমামুল মুজাহিদীন জালালুদ্দিন হাক্কানীর ছোট ভাই, ইমারতের স্বরাষ্ট্র মন্ত্রী সিরাজুদ্দীন হাক্কানীর চাচা শহীদ খলিলুর রহমান হাক্কানী। রহিমাহুল্লাহ।

আল্লাহতালা সন্ত্রাসী আইএস এর হাত থেকে এই উম্মাহকে হেফাজত করুক আমিন।

image

শফিউর রহমান ফারাবী

যিনি ১৩ সালে শ|হব|গিদের হৃদয়ে কম্পন সৃষ্টি করেছিলেন। সর্বপ্রথম কলম ধরেছিলেন না'স্তি'কদের বিরুদ্ধে।

কিন্তু মিথ্যা মামলায় প্রায় দীর্ঘ ১১ বছর যাবত চার দেওয়ালে আবদ্ধ। ভাবতে পারেন ১১ বছর কতদিন সময়?
ওনার জীবন-যৌবন সব চার দেওয়াল কেড়ে নিয়েছে। নবী প্রেমে উজ্জীবিত জোয়ান মানুষটা আজ বৃদ্ধ হয়ে গিয়েছে।

ছাত্র-জনতা, আলেম-ওলামা দল-মত নির্বিশেষে, এই মাজলুম ভাইয়ের মুক্তির আওয়াজ তুলুন!

image

কি হচ্ছে এসব?!😞

image

সাত সকালবেলা বিজয়ের শুভেচ্ছা😄

image

বিয়ের দিনের স্মৃতি আজীবনের জন্য রাখতে চাই!

অনেকেই বিয়ের দিনের ফটোগ্রাফিকে খুব হালকাভাবে নেন। মনে করেন- ‘আরে একদিনই তো!’

যেই মেয়ে বাইরে বের হবার সময় সবসময় নিকাব পরতো, যাকে তার কলেজ-ভার্সিটির কোনো ছেলে কখনো দেখেনি, সেই মেয়েও দেখা যায় বিয়ের দিন হাসিমুখে ছবি তুলে।

বিয়েতে কনের ছবি তোলা হবে কিনা, কনেকে অন্য পুরুষরা দেখতে পারবে কিনা সেটা সাধারণত সেই মেয়েটির হাতে থাকে না। মেয়ের পরিবার এবং পাত্রকেই উদ্যোগ নিতে হয়।

পাত্র যদি এসব ক্ষেত্রে শক্ত অবস্থান নিতে না পারে, তাহলে পাত্রী যতোই ইচ্ছে থাকুক না কেনো, সম্ভব হয় না।

একজন পুরুষ হিসেবে আপনাকেই এই সিদ্ধান্ত নিতে হবে- আমার স্ত্রী যেদিন থেকে আমার স্ত্রী, সেদিন থেকে কোনো পরপুরুষ তাকে দেখতে পারবে না।

একজন ফটোগ্রাফার ছবি তুলতে গিয়ে যেভাবে আপনার স্ত্রীকে দেখবে, বিয়ের আগে কোনো পুরুষ সেভাবে সেই মেয়েকে দেখেনি!

সবসময় মনে রাখবেন, ফটোগ্রাফার একজন পুরুষ, আপনার যেমন পুরুষত্ব আছে, তারও আছে। তাকে স্রেফ ফটোগ্রাফার ভেবে ‘খোজা’ মনে করবেন না।

লেখা : সংগৃহীত
ফেসবুক থেকে

image
Afsar Molla changed his profile picture
19 w

image