রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেসব চিকিৎসা বর্ণিত হয়েছে তা দুই প্রকার। ১- ওই সব চিকিৎসা যা অহী হওয়া নিশ্চিত। যেমন, মধু দ্বারা রোগ নিরাময় হওয়া। ২- ওই সব চিকিৎসা যা অহী হওয়া নিশ্চিত নয়।
চিকিৎসা গ্রহণের জন্য পর্দা লঙ্ঘন বৈধ। অর্থাৎ, যদি চিকিৎসার জন্য মহিলা ডাক্তার না পাওয়া যায় তাহলে মহিলার শরীর দেখা বৈধ। তবে যতটুকু না দেখলেই নয়, ততটুকু দেখা জায়েজ। তার বেশি দেখা হারাম।
ব্যক্তি ও অবস্থা ভেদে চিকিৎসার হুকুম ভিন্ন হয়। ওয়াজিব -যখন চিকিৎসা না করলে জীবন চলে যাওয়ার ও অঙ্গহানী হওয়ার আশঙ্কা থাকে। মুস্তাহাব - যখন রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে৷ মুবাহ- উপরোক্ত অবস্থা না হলে। মাকরূহ - চিকিৎসা করলে রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
Mokhles Madani
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Md Abdul Basir
Delete Comment
Are you sure that you want to delete this comment ?