আপনার জীবনকে শুদ্ধ করতে হলে, প্রথমে নিজের আত্মাকে শুদ্ধ করুন।

“যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলকে ভালবাসে, তার পক্ষে পৃথিবীর সমস্ত কিছু কম মূল্যবান হয়ে যাবে।”

শিক্ষার জন্য উদার মন থাকা উচিত, যা সত্যিকার জ্ঞান অর্জনে সাহায্য করে।” —

যে শিক্ষা আমাদের বিশ্বাস ও মনকে শক্তিশালী করে, সেটিই মূল্যবান।”

তন্ত্র মন্ত্রের দিন শেষ ইসলামি খেলাফতের বাংলাদেশ।

শায়েখ মামুনুল হক হাফিঃ।

রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেসব চিকিৎসা বর্ণিত হয়েছে তা দুই প্রকার।
১- ওই সব চিকিৎসা যা অহী হওয়া নিশ্চিত। যেমন, মধু দ্বারা রোগ নিরাময় হওয়া।
২- ওই সব চিকিৎসা যা অহী হওয়া নিশ্চিত নয়।

চিকিৎসা গ্রহণের জন্য পর্দা লঙ্ঘন বৈধ। অর্থাৎ, যদি চিকিৎসার জন্য মহিলা ডাক্তার না পাওয়া যায় তাহলে মহিলার শরীর দেখা বৈধ। তবে যতটুকু না দেখলেই নয়, ততটুকু দেখা জায়েজ। তার বেশি দেখা হারাম।

চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে এই বিশ্বাস রাখতে হবে যে, ঔষধ ও উপকরণের কোন নিজস্ব শক্তি নেই। বরং আল্লাহর আদেশক্রমে এগুলোর শক্তি ও প্রতিক্রিয়া প্রকাশ পায়।

ব্যক্তি ও অবস্থা ভেদে চিকিৎসার হুকুম ভিন্ন হয়।
ওয়াজিব -যখন চিকিৎসা না করলে জীবন চলে যাওয়ার ও অঙ্গহানী হওয়ার আশঙ্কা থাকে।
মুস্তাহাব - যখন রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে৷
মুবাহ- উপরোক্ত অবস্থা না হলে।
মাকরূহ - চিকিৎসা করলে রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

Mokhles Madani changed his profile cover
20 w

image