আদব-১
রুটি এক হাতে না ছিঁড়া। এটা অহংকারীদের পদ্ধতি।

সুন্নাত -৩
খাবার শুরু করার পূর্বে দুআ পড়া।

সুন্নাত -২
খাবারের আগে ও পরে উভয় হাত কব্জি পর্যন্ত ধোয়া।

খাবারের সুন্নাত সমূহ -
১/ খাবার আহারে আল্লাহর এবাদতের নিয়ত করা। খুদা নিবারণের নিয়ত না করা৷

খাবারের সুন্নাত সমূহ -
১/ খাবার আহারে আল্লাহর এবাদতের নিয়ত করা। খুদা নিবারণের নিয়ত না করা৷

যুগের রীতি নীতি, আচার ব্যবহার ও চাল চলন সম্পর্কে যে জ্ঞাত নয়, সে মূর্খ।
সুতরাং চিকিৎসা সম্পর্কেও আমাদের জ্ঞান রাখতে হবে।

হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্নিত, রাসুলুল্লাহ সাঃ বলেন, তোমাদের চিকিৎসা পদ্ধতির মধ্যে শিঙা লাগানোই উত্তম চিকিৎসা।
আবু দাউদ-২/৫৩৯
হাদিস নং- ৩৮৫৮

হে নবী আপনি বলুন, আমার রব প্রকাশ্য ও অপ্রকাশ্য সকল অশ্লীল কাজকে হারাম করে দিয়েছেন। সূরা আল আ'রাফ, আয়াত- ৩৩

নিশ্চয়ই আল্লাহর বান্দাগনের মধ্যে আলেমগনই আল্লাহকে ভয় করে। সুরা ফাতির -২৮।

যদি তোমরা না জান তবে জ্ঞানীদের নিকট জিজ্ঞাসা করে নাও। সুরা নাহল -৪৩।