চিকিৎসা গ্রহণ করা বৈধ- কেননা কুরআন, ক্বওলী হাদিস ও আমলী হাদিস তার প্রমাণ বহন করে। তাছাড়া এতে জীবন সংরক্ষণ হয়, যা ইসলামী শরিয়তের ব্যাপক উদ্দেশ্যবলীর একটি।

নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন- আল্লাহ তায়ালা রোগ ও ঔষধ অবতীর্ণ করেছেন। প্রত্যেক রোগের চিকিৎসাও তিনি সৃষ্টি করেছেন৷ সুতরাং তোমরা চিকিৎসা গ্রহণ করো।

খাবারের আদবের মধ্যে এটাও যে দস্তরখান উঠানোর পূর্বে নিজ স্থান থেকে না উঠা।

সন্ধ্যার খাবারের পর ১৫০ কদম হাঁটা খাবার হজমের ক্ষেত্রে অনেক উপকারী। খাবার শেষে অবশ্যই আলহামদুলিল্লাহ বলা। খাবার আল্লাহর অনেক বড় নেয়ামত।

দুপুরে খাবারের পর কাইলুল্লাহ করা সুন্নত। এর দ্বারা রাতে জাগ্রত হতে সুবিধা হয়।

ক্ষুধাকে তিনভাগে ভাগ করা উত্তম। এক ভাগ খাবার। এক ভাগ পানি ও এক ভাগ বাতাস।

এক আঙুলে খাওয়া শয়তানের ও দুই আঙুলে খাওয়া অহংকারীদের পদ্ধতি। তিন আঙুলে খাওয়া আম্বিয়া আলাইহিস সালামদের সুন্নাত।

প্রিয় নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মধু, সিরকা, খেজুর, তরমুজ, খিরা ও লাউ বেশি পছন্দ করতেন।

আদব-
খাবার শেষে দাঁত খিলাল করা, খাবারের আদব।

সুন্নাত-
খাবার শেষে হাত ধোয়ার পর সেই আর্দ্র হাত দ্বারা চেহারা মাসাহ করা সুন্নত।