إستكشف المشاركات استكشف المحتوى الجذاب ووجهات النظر المتنوعة على صفحة Discover الخاصة بنا. اكتشف أفكارًا جديدة وشارك في محادثات هادفة
একটা জিনিস আপনারা দেখসেন কিনা, যে প্রাইভেট কারটা কিন্তু অন্য লেনে টোল দিতে যাচ্ছিল।
কিন্তু সেগুলোতে বেশ কয়েকটি গাড়ির লাইন থাকায় কারটি হাইএস আর বাইকের সেই লেনটাতে চলে আসে।
আসলে মৃত্যুই তাকে টেনে আনছে। আহ মৃত্যু....
বাইকের পেছনে ছিল স্ত্রী আর সাত বছরের সন্তান।
মাওয়া টোল প্লাজায় টাকা দেওয়ার সময় সন্তান বাবার কাছে আবদার করে, ‘বাবা আমি টাকা দিবো।’
বাবা সন্তানের হাতে টাকা দেয়!
ঠিক তখনই পেছন থেকে ছুটে আসা দ্রুত গতির বাস সবকিছু স্তব্ধ করে দেয়।
কাকতালীয় ভাবে ঐ বাবা বেঁচে গেলেও, তার চোখের সামনে মারা যায় স্ত্রী আর সন্তান।
ভদ্রলোক ঘটনার বিবরণ দিতে গিয়ে থেমে থেমে বললেন,
‘আমি তাকিয়ে দেখি আমার সন্তানের মাথার উপর দিয়ে বাসের চাকা চলে গেছে। আমার সন্তানের চোখ বেরিয়ে এসেছে , আর আমার বিবিকে চাকার সাথে বিঁধে টেনে নিয়ে গেছে।’ 😢😢
- সংগৃহীত
Md Abdul Basir
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟
Md Jakariya
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟
Zihad Hossen
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟