উপরে উপরে ইজরায়েলকে হুমকি দিলেও, তলে তলে ইজরায়েলের সাথে কাজ করছে আমাদের এই কথিত সাহসী নেতা 🙂

image

শহীদ মুজাহিদ ইসমাইল হানিয়া (রহ) কে হত্যার দায় স্বীকার করেছে দখলদার ইসরায়েল।😪

image

সামনের দিনের এই ফেতনা থেকে আল্লাহ হেফাজত করুন।

image

শুধুমাত্র একটা নির্বাচন এবং ভোটের জন্য এতো মানুষ জীবন দেয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

image

মুনাফেকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।

image

হায়, আমরা কার উপর ভরসা করবো?! এ কেমন দুমুখী সাপের মতন অবস্থান। কেমন মুনাফেকি কাজ 😪

image

সবাইকে মরতে হবে!
আমরা দুনিয়ায় বেঁচে থাকার জন্য আসিনি। সবাইকে দুনিয়া ত্যাগ করতে হবে।

ইসলামি আইন বাস্তবায়নের লক্ষ্যেই আমেরিকার সাথে ২০ বছর যুদ্ধ করেছি : আফগান ডেপুটি প্রধানমন্ত্রী

image

অস্থিরতা এসে ভর করলে, জীবনটাকে ভীষণ উদ্দেশ্যহীন মনে হলে সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করবেন না। সোশ্যাল মিডিয়াগুলো এমনভাবে ইঞ্জিনিয়ারিং করা যে এগুলো আপনার মস্তিষ্কের ডোপামিন খরচ করে সাময়িক বিনোদনের বিনিময়ে আপনাকে আরো বেশি অস্থির আর উদ্দেশ্যহীন করে রাখবে।

সোশ্যাল মিডিয়ার চাইতে বড় কোনো ডিস্ট্রাকশান সৃষ্টিকারী টুলস প্রযুক্তি তৈরি করতে পারেনি।

জীবনের অস্থির আর উদ্দেশ্যহীন সময়গুলোতে বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যান। জায়নামাযে সময় কাটান বেশি। যিকিরে নিমগ্ন হোন এবং বেশি বেশি কুরআন তিলাওয়াত করুন, কুরআনের অনুবাদ পড়ুন কিংবা বেশি বেশি তিলাওয়াত শুনুন।

সুন্দরভাবে আল্লাহর কাছে চাইতে না পারার কারণে নয়, অনেকসময় আপনার অনেক দোয়া কবুল হয় না আপনার গোনাহর কারণেও।